banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 151 বার পঠিত

নির্যাতিত অসহায় নারীদের পুনর্বাসনে ‘ক্যাফে জয়িতা’

প্রতিবেদক, অপরাজিতাবিডি ডটকম

Chumki

ঢাকা : নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে ‘ক্যাফে জয়িতা’র উদ্বোধন করা হয়েছে আজ। ক্যাফে জয়িতা পরিচালিত হবে নির্যাতিত নারীদের দ্বারা এবং লভ্যাংশ ব্যয় করা হবে ওই নির্যাতিত নারীদের কল্যাণে। পাচার ও নির্যাতনের শিকার নারীরা যাতে নিজে স্বাবলম্বী হতে পারে এজন্য তাদেরকে খাবার প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশনে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং ক্যাফে জয়িতায় তাদের কর্মসংস্থান করা হবে।

 

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মঙ্গলবার ঢাকায় ক্যাফে জয়িতা উদ্বোধন করেন। প্রাথমিকভাবে আজ রাজধানী ইস্কাটনে হলি ফ্যামিলির বিপরীত পাশে ক্যাফে জয়িতা কার্যক্রম উদ্বোধন করা হয়।

 

প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন- নির্যাতিত নারীদের সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বদা পাশে আছে। তাদের কল্যাণে এবং ভবিষ্যতে যেন নির্যাতিত নারীর সংখ্যা কোনভাবে বৃদ্ধি না পায় তার জন্য কাজ করবে। তিনি বলেন নারী নির্যাতন প্রতিরোধে নারীদেরকে স্বাবলম্বী হতে হবে।

 

অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য মন্ত্রণালয় কাজ করছে। বিভিন্ন আইন ও নীতি প্রণয়ন করছে।

 

মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশ মিশন প্রধান শরৎ দাস।

 

প্রথমবছর ঢাকা শহরে বিভিন্ন সরকারি, বেসরকারি কর্পোরেট অফিসে ন্যূনতম দশটি ক্যাফে জয়িতা চালু করা হবে। পর্যায়ক্রমে খাদ্য ব্যবসায় একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে ক্যাফে জয়িতা সারাদেশে সম্প্রসারণ করা হবে।

 

অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৩মার্চ২০১৪

Facebook Comments