banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 1246 বার পঠিত

 

ফলের খোসা দিয়ে রূপচর্চা

লাইফস্টাইল


ফলে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণ তেমনি ফলের পাশাপাশি ফলের খোসাতেও রয়েছে পুষ্টি। সুতরাং রূপচর্চায় ফলের খোসা ব্যবহার করা যেতে পারে।

কি উপকার হবে
দাগ দূর করে,
ত্বকের উজ্জ্বলতা ও
মসৃণ ও সুন্দর করে তোলে।

কিভাবে ব্যবহার করবেন
কিছু ফলের খোসা সরাসরিই ব্যবহার করা যায়। যেমন, লেবু। কিছু আবার গুঁড়া করে সংরক্ষণ করেও ব্যবহার করা হয়। যেমন, কমলার খোসা।

কি কি ফলের খোসা ব্যবহার করবেন ত্বকের উজ্জ্বলতার জন্য

কলার খোসা
সরাসরি ত্বকে ঘষুন। সপ্তাহ দুয়েক নিয়মিত ঘষলে ত্বকের জৌলুস বাড়বে।

কমলার খোসা
ত্বক উজ্জ্বল করতে কমলার খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন বিভিন্ন ফেসপ্যাকে।

পেঁপের খোসা
ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে পেঁপের খোসা অতুলনীয়। সরাসরি ত্বকে ঘষে লাগান পেঁপের খোসা।

আপেলের খোসা
আপেলের খোসা পানিতে ফুটিয়ে নরম করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি বাড়াবে ত্বকের জৌলুস।

লেবুর খোসা
লেবুর খোসাও ব্যবহার করতে পারেন রূপচর্চায়। এজন্য লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন।

বিভিন্ন ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফলের খোসা। হাতের কাছে পাওয়া যায় এসব ফল সহজে সুতরাং ঘরে বসেই তৈরি করুণ ফলের খোসা দিয়ে রূপচর্চার উপকরণ।

Facebook Comments