banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 293 বার পঠিত

ফেব্রুয়ারিতে রাজশাহীতে ২২ নারী-শিশু নির্যাতনের শিকার

প্রতিবেদক,অপরাজিতাবিডি ডটকম
image_68896_0
রাজশাহী : ফেব্রুয়ারি মাস জুড়ে রাজশাহীতে ২২ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ১২টি। এছাড়া ১০টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীর চার থানায় ঘটেছে চারটি। বাকি আটটি ঘটনা ঘটেছে জেলার ছয় উপজেলায়।

 

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসোসিয়েশন ফর কম্যুউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি নিজস্ব জরিপ এবং পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে বলে এসিডির ডকুমেন্টেশন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান।

 

নারী নির্যাতনের মধ্যে আত্মহত্যা, হত্যা, যৌন হয়রানি, ধর্ষণের চেষ্টার ১২টি ঘটনার মধ্যে চারটিই ঘটেছে নগরীতে। বাকি আটটরি মধ্যে জেলার দুর্গাপুরে তিনটি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া বাগমারা, পুঠিয়া, বাঘা, চারঘাট ও মোহনপুরে একটি করে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।

 

অন্যদিকে শিশু নির্যাতনের মধ্যে অপহরণ, যৌন হয়রানি, হত্যা, হত্যা চেষ্টা, রহস্যজনক মৃত্যু ও আত্মহত্যার ১০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নগরীতে দুটি এবং জেলার পুঠিয়া ও চারঘাটে দুটি করে এবং পবা, মোহনপুর, দুর্গাপুর এবং তানোরে একটি করে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/২৮ফেব্রুয়ারি২২৩৪ঘন্টা২০১৪

Facebook Comments