আখতারুজ্জামান সেলিম
স্বাধীনতা নয় শুধু বচনে
ফাকা বুলি আর শুধু ভাষণে,
স্বাধীনতা হলো আম জনতার
নিজেদের শাসনের চয়নে।
স্বাধীনতা নয় শুধু শোষণের
গাড়ী বাড়ী আর ভুঁড়ি ভোজনের।
স্বাধীনতা মানে হলো সাম্য
নির্ভয়ে বেচে থাকা কাম্য।
স্বাধীনতা পাখিদের আকাশে
বারুদের ধোঁয়াহীন বাতাসে।
স্বাধীনতা নয় শুধু স্বাধীনে
স্বাধীনতায় ফোটে ফুল জীবনে,
স্বাধীনতা আমাদের মননে
আমি থাকি আমরই অধীনে।
স্বাধীনতা নয় শুধু ইথারে
টিভি আর দৈনিক খবরে,
স্বাধীনতা আলো দিক আঁধারে
কৃষকের শ্রমিকের কুঠিরে।
স্বাধীনতা নয় কারো অধীনে
স্বাধীনতা নয় শুধু স্বাধীনে,
স্বাধীনতা আমাদের মননে
আমি থাকি আমারই অধীনে।