banner

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: April 12, 2025

 

গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো ‘HELP’ অ্যাপ

 

নারীর সুরক্ষায় প্রযুক্তির আরেকটি অগ্রগতি—‘HELP’ (Harassment Elimination Literacy Program) নামে একটি অ্যাপ চালু হয়েছে যা গণপরিবহনে যেকোনো ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC) এবং সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে তৈরি এই অ্যাপের মাধ্যমে নারী যাত্রীরা চলন্ত বাস বা গণপরিবহনে হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাইতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন।

গত ১৫ মার্চ রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, “অনেক সময় ভুক্তভোগীরা নিপীড়নের ঘটনা জানাতে দ্বিধা বোধ করেন। এই অ্যাপের মাধ্যমে আসা অভিযোগগুলো এখন থেকে সরাসরি এফআইআর হিসেবে গণ্য করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, “একজন নারী নিপীড়নের শিকার হলে, শুধু সেই নারী নয়—পুরো সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের সমস্যা মোকাবেলায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

এই অ্যাপটি প্রাথমিকভাবে ঢাকার বছিলা থেকে সায়েদাবাদ রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও, দেশের যেকোনো জায়গা থেকে নারী যাত্রীরা এর সেবা নিতে পারবেন।
নারীর নিরাপত্তায় এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং সময়োপযোগী। আশা করা যায়, এই অ্যাপ নারীদের চলাফেরায় নিরাপত্তা ও আত্মবিশ্বাস যোগাবে।