banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

চলে গেলেন জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা আর নেই। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্র মালিকানাধীন কোনো ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন লুনা শামসুদ্দোহা। এ ছাড়া তিনি সফটওয়্যার ফার্ম দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ ওমেন ইন টেকনোলজির (বিডব্লিউআইটি) ‘প্রযুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭।

এ ছাড়া একজন নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে লুনা শামসুদ্দোহা অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড লাভ করেছেন।

 

ঋণের জন্য ব্যাংকে যেতে হবে নারী উদ্যোক্তাদের

করোনাভাইরাসের প্রকোপে নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু তাঁদের জন্য আলাদা আর্থিক প্রণোদনা প্যাকেজ দেওয়া হয়নি। ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য যে ঋণ বরাদ্দ দেওয়া হয়েছে, সেটাও নারী উদ্যোক্তারা তেমন একটা পাচ্ছেন না। আবেদন করলেও ব্যাংকগুলো সাড়া দিচ্ছে না। কারণ হিসেবে বলা হয়, করোনার মধ্যে ব্যবসা খারাপ। উদ্যোক্তাদের লেনদেনও কমে গেছে।

বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিডব্লিউসিসিআই) আয়োজিত ‘নারী উদ্যোক্তাদের ওপর করোনার প্রভাব’ শীর্ষক এক অনলাইন সেমিনারে এসব মতামত দেন উদ্যোক্তারা।

এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ব্যাংকগুলোকে বলা হয়েছে প্রয়োজনে আগের লেনদেন বিবেচনা করে ঋণ দিতে। তবে উদ্যোক্তাদের ব্যাংকে যেতে হবে।

অনুষ্ঠানে বিডব্লিউসিসিআইয়ের সভাপতি সেলিমা আহমাদ বলেন, করোনায় বাংলাদেশের বেশির ভাগ নারী উদ্যোক্তা ব্যবসা হারিয়েছেন। এই সময়ে কারও ব্যবসা ছোট হয়েছে। আবার কেউ কেউ নিজস্ব শোরুম ছেড়ে বাসায় ফিরতে বাধ্য হয়েছেন। শ্রমিক ছাঁটাই হয়েছে। জমানো টাকা ভেঙে খেয়েছেন অনেকে। সম্পদ ও মেশিনপত্র বিক্রি করতে বাধ্য হয়েছেন, এমনও হয়েছে।
বিজ্ঞাপন

সেলিমা আহমাদ আরও বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে ব্যবসা বন্ধ আছে, কিন্তু বেতন ও বিল দিতে হচ্ছে, এমন উদ্যোক্তাও আছেন। অনেকের অগ্রিম জমা টাকা থেকে দোকানের ভাড়া কেটে নেওয়া হয়েছে।

নারী উদ্যোক্তারা বলেন, লকডাউনের কারণে সীমান্ত ও যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসা পুরোপুরি বন্ধ ছিল। সে সময় বিদেশি অর্ডার বাতিল হয়ে যায়। ফলে অনেক উদ্যোক্তা লাইসেন্স নবায়নে সমস্যায় পড়েছেন। এ ছাড়া প্রণোদনা প্যাকেজে নতুন উদ্যোক্তাদের ঋণ পাওয়ার সুযোগ নেই।

এর জবাবে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক হুসনে আরা শিখা বলেন, প্যাকেজের ৫ শতাংশ নারীদের দিতে বলা হয়েছিল, তবে ঋণ পেয়েছেন ৬ শতাংশ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য দেড় হাজার কোটি টাকা ঋণ বরাদ্দ আছে, যার সুদহার ৩ শতাংশ। এর জন্য কেউ আবেদন করছেন না। নারী উদ্যোক্তা ও ব্যাংকারদের মধ্যে দূরত্ব দূর করতে হবে।