banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

একুশের সকালে সাইকেল শোভাযাত্রা

নারায়ণগঞ্জের নারী সাইকেল আরোহীদের দলটি শাড়ি পরে সাইকেল চালিয়ে প্রভাতফেরিতে অংশ নিয়েছিলেন। ফাল্গুনের কুয়াশাভাঙা রোদেলা সকাল। নারায়ণগঞ্জ শহরের পথে পথে প্রভাতফেরির গান। ‘ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি…।’

একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে একদল নারী যুক্ত হয়েছিলেন ভিন্নভাবে। শাড়ি পরে সাইকেল চালিয়ে প্রভাতফেরিতে অংশ নিয়েছেন তাঁরা। সঙ্গে ছিল ভাষার স্লোগান লেখা প্ল্যাকার্ড। এই নারীরা নারায়ণগঞ্জের নারী সাইকেল আরোহীদের দল নভেরার সদস্য।

রোববার সকালে নারায়ণগঞ্জ নগরের খানপুর থেকে যাত্রা শুরু করে মণ্ডলপাড়ায় গিয়ে শেষ হয় নভেরার সাইকেল শোভাযাত্রা। নিছক খেয়ালের বশে নয়, প্রতিবাদের ভাষা হিসেবেই ভাষা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন বলে জানান নভেরার প্রতিষ্ঠাতা ফারজানা মৌসুমী। দুই বছর ধরে নভেরা একুশে ফেব্রুয়ারি এমন সাইকেল শোভাযাত্রা করে আসছে।