banner

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: April 20, 2025

 

সাতক্ষীরায় দুই সন্তানসহ গৃহবধূ ১০ দিন ধরে নিখোঁজ

দুই শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার জন্য বের হয়েছিলেন গৃহবধূ শিল্পী রাণী ঘোষ (৩৪)। এরপর ১০ দিন কেটে গেলেও তাঁদের আর সন্ধান মিলছে না। স্ত্রী–সন্তানদের খোঁজ না পেয়ে পাগলপ্রায় হয়ে উঠেছেন সাতক্ষীরার তালা উপজেলার ধান্দিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের দীপংকর ঘোষ।

দীপংকর ঘোষ বলেন, কয়েক দিন আগে বড় মেয়ে চুমকি (১৩) ও ছেলে রুদ্রকে (৭) নিয়ে শিল্পী রাণী তালা উপজেলার খেসরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে বাবার বাড়ি যান। গত ২৫ ডিসেম্বর সেখান থেকে শিল্পী তাঁর ছেলেমেয়েকে নিয়ে নিজ বাড়ি ঝড়গাছার আসার জন্য বের হন। এরপর থেকে তাঁদের কাছে থাকা দুটি মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

দীপংকর ঘোষ বলেন, তিনি তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজখবর নিয়েও সন্ধান পাননি। এ বিষয়ে তাঁর শ্বশুর গোবিন্দলাল ঘোষ ২৭ ডিসেম্বর তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ তাঁদের খুঁজে পাওয়ার বিষয়ে এখনো কোন ইতিবাচক তথ্য দিতে পারেনি। এমনকি তাঁদের ভাগ্যে কি ঘটেছে, তা–ও নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, তাঁরা জিডির সূত্র ধরে খোঁজাখুঁজি শুরু করছেন। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।