banner

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: April 4, 2025

 

বেসনে পুঁইপাতা ফ্রাই

বেসনে পুঁইপাতা ফ্রাই


ঘরকন্যা


উপকরণ
১. পুঁইশাকের বড় বড় পাতা কয়েকটি,
২. বেসন ১ কাপ,
৩. হলুদ গুঁড়া ১ চা-চামচ,
৪. মরিচ গুঁড়া আধা চা-চামচ,
৫. লবণ স্বাদমতো,
৬. রসুন বাটা আধা চামচ,
৭. বেকিং পাউডার সামান্য,
৮. বিট লবণ আধা চা-চামচ,
৯. পানি পরিমাণমতো,
১০. তেল ভাজার জন্য।

প্রণালি
> পুঁইশাকের বড় বড় পাতা ভালো করে ধুয়ে পানি মুছে রাখতে হবে। বিট লবণ ও তেল বাদে বেসনে বাকি সব মসলা একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন পরিমাণ মতো পানি দিয়ে। কড়াইয়ে তেল গরম করে পুঁইশাকের পাতা এক একটি করে বেসনে মিশ্রণে ডুবিয়ে ডুবো তেলে মচমচে ভেজে টিস্যু কাপড়ে তুলে রেখে নিজের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি :সমকাল