banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

মুরগির হালিম


মুরগির হালিম


উপকরণ :
১. মুরগি ১ কেজি,
২. গম আধা কাপ,
৩. মুগ ডাল সিকি কাপ,
৪. মসুর ডাল সিকি কাপ,
৫. ছোলার ডাল সিকি কাপ,
৬. মাষকলাইয়ের ডাল সিকি কাপ,
৭. অড়হড় ডাল সিকি কাপ,
৮. পোলাওয়ের চাল আধা কাপ,
৯. লবণ স্বাদমতো,
১০. এলাচি, দারুচিনি, তেজপাতা কয়েকটা, পেঁয়াজ কুচি সিকি কাপ, আদা বাটা ২ ১১. টেবিল চামচ,
১২. রসুন কুচি ১ টেবিল চামচ,
১৩. হলুদ গুঁড়া ১ চা-চামচ,
১৪. মরিচ গুঁড়া ১ চা-চামচ,
১৫. জিরা গুঁড়া ১ চা-চামচ,
১৬. ধনিয়া গুঁড়া আধা চা-চামচ,
১৭. গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ,
১৮. জায়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি :
> গম, মাষকলাই ডাল ও মুগ ডাল টেলে নিন। চাল, ডাল ও গম সেদ্ধ করে বেটে নিন। তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে সব মসলা ও মুরগি দিয়ে কষান। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হলে বাটা ডালের মিশ্রণ ও পরিমাণমতো পানি দিয়ে নাড়ুন। হয়ে গেলে নামিয়ে বাটিতে ঢেলে, আদা কুচি, ধনিয়া পাতা, মরিচ, বেরেস্তা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

রেসিপি : জেবুন্নেসা বেগম, বাংলাদেশি রেসিপি।