banner

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: April 11, 2025

 

সুহাসিনী ভোর

সুহাসিনী ভোর


আফরোজা হাসান


ভালো লাগে ভীষণ নৈঃশব্দ্যতার ক্ষণ
যেমন খুশি তোলা যায় শব্দের গুঞ্জন

এড়িয়ে যেতে চাই না অন্ধকারাচ্ছন্ন প্রহর
দিয়া জ্বেলে তারে করতে সুহাসিনী ভোর

কন্টকাকীর্ণ পথে চলতে অবিচল
মনে আছে বিশ্বাস, দৃঢ় মনোবল

মাটির আলিঙ্গনে হাসে বর্ণিল ঘাসফুল
বেদনা নদীর ওপাড়ে হাতছানি দেয় কূল…