একটি বিপ্লব হতে পারে
আফরোজা হাসান
একটি বিপ্লব হতে পারে নিজেদের গড়ার জন্য
সুসংবদ্ধ আন্দোলন জীবনকে করতে পারে পূর্ণ
ব্যক্তি সমাজ পরিবার জাতি দল নির্বিশেষে
তুলে ধরবে হাল আরেকবার গভীর বিশ্বাসে
হবে সবাই কল্ল্যাণকামী পরস্পরের তরে
ঝড়ের মোকাবিলায় দেবে না হাত ছেড়ে
মনের আশা জাগানিয়া স্বত্বার আহ্বানে দিয়ে সাড়া
আরেকটিবার সংঘবদ্ধ হই ছড়িয়ে ছিটিয়ে আছি যারা
হিংসা বিদ্বেষ রূপী ঘুণপোকার বন্ধ করে রসদ
পুষ্পিত ভালোবাসা রুপে বিলিয়ে দেই দরদ
সত্য ও সুন্দরের স্বপ্নে একে অপরের হাত ধরে
দুর্গম পথ পেরিয়ে চলো পৌঁছে যাই প্রশান্তির নীড়ে
যত মতপার্থক্য বিভেদ ভুলি আখিরাতের কল্যাণে
জ্বালাই মশাল প্রতিটি প্রাণে আলোক নগরী নির্মাণে……
আফরোজা হাসান