banner

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

শীতকাব্য

শীতকাব্য


ফাতিমা মারিয়াম


আসছে বুঝি শীতের কাঁপন?
হিম হিম হিম হাওয়া!
জমবে বুঝি এখন আবার
পিঠা পুলি খাওয়া?
.
টইটুম্বুর ভরবে আবার
খেজুর রসে হাড়ি,
ফিরনি হবে, পিঠা হবে
সবার বাড়ি বাড়ি।
.
ধোঁয়া ওঠা গরম গরম
নানান স্বাদের পিঠা,
হাপুস হুপুস খাবে সবাই
আহা! দারুণ মিঠা!
.
গরম জামা গায়ে দিয়ে
শীত কাঁপুনি যায়!
লেপের নিচে ভীষণ আরাম
সব শীত পালায়।
.
তোমার কাছে আছে দেখ
আরাম থরে থরে,
আছে কি তা ন্যুনতম
দুখী জনের ঘরে?
.
দাওনা তাদের একটুখানি
ফোটাও হাসি মুখে,
দুই জাহানে প্রভুর দয়ায়
থাকবে তুমি সুখে।