banner

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

প্যারেন্টিং নিয়ে বইপড়া

প্যারেন্টিং নিয়ে বইপড়া


খালেদা সুলতানা সুইটি


প্যারেন্টিং নিয়ে কিছু বই পড়তে যেয়ে একটা বই বেশ ভালো লাগলো। আমরা পিতামাতা রা চাই সন্তান যেন একজন আদর্শ মুসলিম হয় কিন্তু আমরা নিজেরা কতটা ইসলাম প্র্যাকটিস করছি বা কতটা জানি সেটা নিয়ে ভাবিনা। সন্তানরা পরিবারের মানুষদেরকে বিশেষ করে মাবাবাকে অনুকরন করে। মা বাবার কাছ থেকেই প্রথম জ্ঞানার্জন করে। সেই মা বাবা নিজেরাই যদি না জানে না মানে তবে সন্তানকে শেখাবে কিভাবে বা সন্তানই বা মানবে কেন।

তাই সন্তানকে শেখানোর জন্য মানানোর জন্য সর্বোপরি সন্তানকে গড়ে তোলার জন্য এবং নিজেও পরিপূর্ণ ভাবে ইসলাম প্র্যাকটিসের জন্য যে ধরনের রুটিন ফলো করা দরকার, যা যা জানা দরকার, দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি, জীবন চলার পথে ইসলামের দিক নির্দেশনা, কুরআন এবং হাদীসের রেফারেন্সসহ সাবলীলভাবে বর্ননা দিয়েছেন বইটিতে লেখক জাবেদ মুহাম্মদ। দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভের জন্য আল্লাহ সুবহানু ওয়া তা’আলার নির্দেশিত কুরআন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদর্শিত সুন্নাহ উল্লেখ করে লেখক সন্তান প্রতিপালনের নানাবিষয়ে আলোকপাত করেছেন।

বইটির নাম ” প্যারেন্টিং : এন ইসলামিক আইডোলজি ফর চিলড্রেন।”
– আহসান পাবলিকেশন্স

** শুধু মা বাবারাই নয়, অন্য যে কেউ বইটি পড়ে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ে ইসলাম নির্দেশিত পন্থা, কুরআন হাদীসে সে সকল বিষয়ে যে দিক নির্দেশনা আছে তা জানার মাধ্যমে উপকৃত হবে বলে মনে করছি ।

** বইটি পড়ে ভালো লাগলে আমার জন্য দুআ করতে ভুলবেননা যেন।

 

নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর

নুসরাত হত্যা মামলার রায় ২৪ অক্টোবর


নারী সংবাদ


ফেনীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর ঘোষণা করা হবে।

আজ সোমবার রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে রায়ের এ তারিখ ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারিক মো: মামুনুর রশিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন পাবলিক প্রসিকিউটর হাফেজ আহম্মদ। বাদীপক্ষের আইনজীবী আক্রামুজ্জামান ও এম. শাহজাহান সাজু আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক খন্ডন করে নিজেদের স্বপক্ষে তথ্য-উপাত্ত তুলে ধরেন। তারা আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এর আগে এগার কার্যদিবসে যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী ফারুখ আহমেদ, গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, আহসান কবির বেঙ্গল ও কামরুল হাসান।

গত ৬ এপ্রিল নুসরাত জাহান রাফিকে মাদরাসার সাইক্লোন শেল্টারের ছাদে ডেকে নিয়ে হাত-পা বেঁধে গাঁয়ে কেরোসিন ঢেলে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়া হয়। ৮ এপ্রিল তার ভাই মাহমুদুল হাসান নোমান আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওইদিনই মামলাটির তদন্তের দায়িত্ব পান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো: শাহ আলম। মামলার তদন্ত কর্মকর্তা শাহআলম তদন্ত শেষে ২৯ মে আদালতে মোট ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে সম্পৃক্ততা না পাওয়ায় পিবিআই অন্য ৫ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করলে আদালত তা অনুমোদন করেন।

২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাত রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলার চার্জশিট জমা দেয়ার আগে সাতজন সাক্ষী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ মামলায় গ্রেফতারকৃত মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ, এমরান হোসেন মামুন, ইফতেখার হোসেন রানা ও মহিউদ্দিন শাকিল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

সুত্রঃ নুসরাতকে আগুনে পুড়িয়ে মারা হয় – নয়া দিগন্ত।