banner

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: April 18, 2025

 

প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণ

প্রলোভন দেখিয়ে কিশোরী ধর্ষণ


নারী সংবাদ


বগুড়ার শেরপুরে বিভিন্ন প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রামে। উক্ত ঘটনায় রোববার দুপুরে ওই কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক ফটিক মিয়া ওরফে ফছিকে (৪৫) গ্রেফতার করে। সে ওই গ্রামের এমদাদ হোসেনের ছেলে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত ফটিক মিয়া স্থানীয় রণবীরবালা বাজারে নৈশপ্রহরীর চাকরি করতেন। এক পর্যায়ে ওই কিশোরীর বাবার সঙ্গে পরিচয় ঘটে। এরই সূত্রধরে ঐ বাড়িতেও যাতায়াত ছিল ফটিকের। নিয়মিত আসা-যাওয়ার সুযোগে ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে সে। এমনকি বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফটিক ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানার পর ধর্ষণের শিকার কিশোরীর বাবা থানায় এসে একটি লিখিত অভিযোগ দেন।

এরপর পুলিশ রণবীরবালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
সুত্রঃ নয়া দিগন্ত।