banner

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ইং, ,

Daily Archives: November 15, 2024

 

শিশুকে আদর–যত্ন–ভালোবাসা দিন


 প্যারেন্টিং


বাচ্চাদের পিছনে শুধু খাওয়া আর পড়াশুনা করান দায়িত্ব শেষ নয়। শিশুকে আদর–যত্ন–ভালোবাসা দিয়ে লালন–পালন করতে হয়। অভিজ্ঞতা শেয়ার করা, উপদেশ দেওয়া বা কখনও কঠিনভাবে কথা বলা; কখনওবা কোমলভাবে ডেকে নেওয়া। উভয়টাই আমাদের কল্যাণের জন্য ।

আসুন দেখিঃ

কি কি করা যাবে না…

খুব দ্রুত প্রশংসা বা তিরস্কার করে ফেলা

বিপদ থেকে দ্রুত উদ্ধার করে ফেলা

কোন ঝুঁকি নিতে না দেয়া

নিজের ভুল স্বীকার না করা

জ্ঞানী উপদেশ, এই করবে না

কি কি করব

 জেনে রাখুন, শিশুরা ছোটদের মতোই আচরণ করবে

১) রেগে গিয়ে বা ধৈর্য হারিয়ে নয় বরং ভেবে-চিন্তে, ধীরে-সুস্থে এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে, তাদের বুঝাতে হবে, বুঝতে সাহায্য করতে হবে।

২) দোষারোপ করে নয়, মর্জাদা বজায় রেখে সীমা নির্ধারণ করুন

৩) নিজে প্রতিটিসম্পর্কে সচেতন হোন

৪) আপনার শিশুর ব্যক্তিত্ব ও মেজাজ-মর্জি সম্পর্কে জানুন

৫) শিশুকে নিজের ইচ্ছামতো খেলাধুলা করার জন্য প্রচুর সময় দিন

৬) কখন আপনি কথা বলবেন আর কখন তাকে কথা বলতে দেবেন, সেটা জেনে রাখুন

৭) সন্তানের মা বা বাবা ছাড়াও আপনার যে আরও অনেক গুরুত্বপূর্ণ পরিচয় আছে, তা তাকে বুঝতে দিন

৮) মনে রাখবেন, কিছু বলার চেয়ে করে দেখানোটা শিশুর কাছে অনেক বেশি গুরুত্ববহ

৯) মনে রাখবেন, শিশুর মধ্যে ইতিবাচক আচরণ ও সহযোগিতার মনোভাব গড়ে ওঠার জন্য দরকার সঠিক যোগাযোগ, আনন্দময় পরিবেশ এবং সৃষ্টিশীলতা

১০) শিশুর সঠিক আচরণ নয়, সঠিক হৃদয়বৃত্তি গড়ে তোলার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভাবুন