banner

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ইং, ,

Daily Archives: March 29, 2025

 

অন্ধের চাঁদ দেখা

অন্ধের চাঁদ দেখা


কানিজ ফাতিমা


এক অন্ধ লোক ঈদের সকালে বাড়ীর সামনে মনমরা হয়ে বসে আছে –

এক যুবক পাজামা পাঞ্জাবী পরে নামাজে যাচ্ছিলো।
বৃদ্ধকে দেখতে পেয়ে বললো,
” চাচা ঈদের নামাজে যাবেন না ?”

– কিভাবে যাই ? চাদ তো দেখি নাই।
“কেন চাচা, আমরা তো দেখেছি।”

– হ্যা তা দেখেছো – তাই এটা তোমাগো ঈদ। তোমার দেখনে আমার হইবে না। আমার দেখোন লাগবো, খালি চক্ষে।

“তা চাচা আপনি তো অন্ধ, দেখবেন কেমনে?”

– সেই জন্যইতো আমার ঈদ নাই। হাদিসে বলছে তোমরা চাঁদ দেখে ঈদ করো।

“চাচা, রাসূল সাঃ তো “দেখা” বলতে হিসাব বুঝাইছেন। তোমরা চাঁদ দেখে ঈদ করো মানে তোমার চাঁদের হিসাবে ঈদ করো। “

– বেশী বুঝছ ? বেশী আধুনিক হইছোছ? হাদিসে স্পষ্ট আইছে দেখার কথা।

” চাচা, নামাজ কি সূর্য দেইখা পড়েন? নাকি ঘড়ি দেইখা? হাদিসে তো সূর্যের হিসাব আইসে। যাকাত কি ফসলে দেন নাকি টাকায় ? হাদিসে তো ফসলের হিসাব আইছে। সেহেরীর সময় কি বাইরে গিয়া লাল আর কালা সুতার তফাৎ করেন নাকি চার্ট দেইখা করেন? হাদিসে তো সুতার রঙের তফাতের কথা আইসে। যাউকগা আপনারে বুঝাইতে গিয়া ঈদের আনন্দ মাটি করতে চাই না। হাদিস বোঝার ক্ষমতা আল্লাহ সবাইরে সমান দেন নাই। নবীদের আল্লাহ প্রজ্ঞা দিছেন , তাদের কথা বুঝতেও প্রজ্ঞা লাগে। হেইডা আল্লাহ সবাইরে দেন নাই।”

“ঈদ মোবারক।”