banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 328 বার পঠিত

লেখার জন্য আমি আমার ঘরটাই ছেড়ে আসলাম

সুলতানা রিজিয়া। বাংলাদেশের প্রকাশনা, সম্পাদনা ও সাহিত্য জগতে অন্যতম একজন নারী। প্রকাশনা জগতে তিনিই একমাত্র নারী যিনি এটাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। কবি সুলতানা রিজিয়া ১৯৫০ সালে পাবনা জেলার ঈশ্বরদীতে জন্ম গ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে  এম এ ও বি.এড ডিগ্রি লাভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে।  কর্ম জীবন শুরু  করেছিলেন একটি দৈনিক পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে শিক্ষাকতাও করেছেন তিনি। তার সাথে কথা বলেছেন রবিউল ইসলাম আওলাদ-

 

sultana

 

প্রতিবেদক: আপনি লেখালেখির জগতে কিভাবে আসলেন?

 

সুলতানা রিজিয়া: লেখালেখির জগতটাতে আমার হটাত করে আসা না। ছোটবেলা থেকেই লেখালেখি করতাম। আমার লেখালেখির হাতেখরিতে বাবার অবদান ছিল সবচেয়ে বেশি। বাবা ছিলেন একজন সাহিত্যমনা মানুষ। ছোটবেলায় তার কাছ থেকে বিভিন্ন বই নিয়ে পড়তাম। আমাদের পরিবারে গান-বাজনা ,সাহিত্য চর্চা করার সুযোগ ছিল। আমার প্রথম লেখা একটি ছড়া ছাপা হয় সেই সময় দেয়াল পত্রিকায়। সুলতানা জামান তালুকদার নামে। তখন আমি ক্লাস সিক্সে পড়ি। এরপর আমি ক্লাসে বসে বসে একটা গল্প লিখেছিলাম ঐই গল্পটার জন্য আট বছর পর আমি একটা পুরস্কার পেয়েছিলাম।

 

প্রতিবেদক: আপনি যখন প্রথম পুরস্কার পেলেন তখন আপনার কেমন অনুভূতি ছিল?

 

সুলতানা রিজিয়া: পুরস্কার পাওয়ার পর থেকেই আমার আত্মবিশ্বাস বাড়লো। পুরস্কার পাওয়ার পর আমি আরও লেখালেখিতে বেশি সময় দিলাম। তখন মনে হলো আমিও লিখতে পারি। আর আমি ছোট বেলা থেকেই খুব কল্পনা প্রবল ছিলাম।

 

প্রতিবেদক: আপনার লেখনিতে কোন বিষয়টি প্রাধান্য পায়-

 

সুলতানা রিজিয়া: আমার লেখালেখিতে দুইটা জিনিস প্রাধান্য পায় এক হচ্ছে নারী কেন্দ্রিক। নারীরা কোন ব্যপারে কষ্ট পেলে। তাদের জীবন যাপন। আর অন্যটি হচ্ছে আমি আমার মনের মধ্যেই একটা জগত তৈরি  করে ফেলি। যে জগতটা একান্তই আমার। সেই জগতটাতে আমি ঘুরিয়ে ফিরিয়ে লেখার চেষ্টা করি।

 

প্রতিবেদক: আপনি নারী লেখিকা হিসেবে কোন প্রতিবন্ধকতা পেয়েছেন কিনা?

 

সুলতানা রিজিয়া: প্রথমে পেয়েছিলাম না। পরবর্তীতে পেয়েছি। প্রথমে আমি সুলতানা হক নামে লিখতাম। এই নামের পেছনেরও অনেক গল্প আছে। এই লেখালেখির কারনে আমাকে সংসারও ছাড়তে হয়েছে।

 

প্রতিবেদক: কেন আপনাকে সংসার ছাড়তে হলো, প্রথমে আপনি সুলতানা হক নামে লিখতেন এখন সুলতানা রিজিয়া নামে লেখছেন কেন?

 

সুলতানা রিজিয়া: আমার স্বামী যখন দৈনিক বার্তার সহকারি সম্পাদক পদে যোগদান করলেন। সেই সময় আমি সৌভাগ্যবসত সেই পত্রিকার মহিলা পাতার সম্পাদনার দায়িত্ব পেয়েছিলাম। আমার কাছে অনেক মেয়েদের লেখা আসার শুরু করলো। আমার দায়িত্বটা বেড়ে গেল। লেখালেখিতে প্রসংশিত হতে থাকি তখন আমার পরিবার থেকে বাধা আসতে থাকে । তো আমি সেটা মানতে পারিনি। সে কাজ আমি ২২বছর করলাম হঠাত করে যদি কেউ আমাকে ফিরতে বলে সেটা খুবই কষ্টদায়ক। এ জন্য আমি আমার ঘরই ছাড়লাম। এরপর থেকেই আমি সুলতানা রিজিয়া নামে লিখতে শুরু করলাম। এর আগে সুলতানা হক নামে লিখতাম।

 

প্রতিবেদক: প্রকাশনা জগতে কিভাবে আসলেন-

 

সুলতানা রিজিয়া: আমি যখন পত্রিকার সম্পাদনার দায়িত্ব পেলাম। তখন প্রচুর লেখা আসতে শুরু করে কিন্তু সব লেখাতো এক পাতায় ছাপা যায় না। তখন আমরা সবাই মিলে একটা পত্রিকা বের করলাম। পত্রিকার নাম দিলাম অন্তরা।  পরবর্তীতে স্থানীয়ভাবে সেটাতে বাধাগ্রস্ত হলাম এবং এক সময় সেটা বন্ধ হয়ে যায়। পরে অন্তরা বন্ধ করে নন্দিনী করলাম। এভাবেই আরকি প্রকাশনা জগতে আসা।

 

প্রতিবেদক: লেখালেখি এবং আপনার পরিবার এই দুইটার মধ্যে আপনি কি ভাবে সমন্বয় করতেন?

 

সুলতানা রিজিয়া: আমি তো অনেকগুলো কাজ করতাম। শিক্ষকতা,পত্রিকা সম্পাদনা, নন্দিনী পত্রিকার দায়িত্ব, ছেলেমেয়ে মানুষ করা। এছাড়া পরিবারের কাজতো রয়েছেই। তো আমার পরিবার ছিল খুব শৃঙ্খলিত পরিবার। সবাই সবার মতো কাজ করতো।  সব কাজ গুলো নিয়ম মেনে করতাম। সবাই সবাইকে সহযোগিতা করতো। আর আমি সব কাজ রুটিন মাফিক করতাম। যার কারনে কোন সমস্যায় পরতে হয়নি।

 

প্রতিবেদক: লেখালেখির জন্য তো আপিন অনেক কিছু ত্যাগ করলেন, নিজের পরিবার সন্তান, এখন দেখছি আপনি একাকি জীবন যাপন করছেন সব মিলিয়ে আপনার জীবন কেমন কাটছে?

 

সুলতানা রিজিয়া: খুব ভালো! আমি আমার মতো করে বাচতে চাই।  আমি তো ৪০ বছর বয়সে সংসার ছেড়ে আসি। এরপর লেখালেখি একটা এনজিওতে কাজ করেছি সেটাও লেখালেখি বিষয়কই কাজ।  বলতে গেলে আমার জীবন লেখালেখি কেন্দ্রেকি ছিল। তার পর এই একাকি জীবন।  মানুষ পৃথিবীতে একাই। তাই আমি মনে করি একা চলতে পারাটাই একটা স্বাধীনতা।আমি সেই স্বাধীনতা পেয়েছি।

 

প্রতিবেদক: আপনার প্রকাশনার বর্তমান অবস্থা কি?

 

সুলতানা রিজিয়া: আমার প্রকাশনা অবস্থা খুব ভালো। এখানে অনেক নতুন নতুন বই বের হচ্ছে। অনেক লেখক লেখিকাদের বই প্রকাশিত হচ্ছে।

 

প্রতিবেদক: এবারের বই মেলায় আপনার লেখা কোন বই বের হয়েছে কি না?

 

সুলতানা রিজিয়া: এবারের বই মেলা আমার কোন বই প্রকাশিত হয়নি। আমার প্রকাশনা থেকে অনেকগুলো বই প্রকাশিত হয়েছে।

 

অপরাজিতাবিডি ডটকম/আরআই/এ/১০মার্চ২০১৪

Facebook Comments