banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 213 বার পঠিত

 

২০০ সেকেন্ডের স্যান্ড আর্টে শাহরুখের জীবনের ৫০ বছর

১৫ এপ্রিল মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ ছবি। ছবিটির ট্রেলার এবং গান মুক্তির পর থেকেই যেন শাহরুখ ভক্তরা অপেক্ষায় রয়েছেন ছবি মুক্তির। তারকা আর ভক্ত নিয়ে তার এই নতুন ছবি ‘ফ্যান’।

শুধু ভারত নয় পুরো বিশ্বে রয়েছে শাহরুখের কোটি কোটি ভক্ত। তাদের অনেকেই এই ছবির জন্য বিভিন্ন ভিডিও বানিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শাহরুখকে।

সম্প্রতি শাহরুখের এক ভক্ত স্যান্ড আর্ট নিয়ে একটি ভিডিও বানিয়েছেন। যেখানে শাহরুখের ৫০ বছরের জীবনী তুলে ধরা হয়েছে। ভিডিওতে শাহরুখের জন্ম থেকে শুরু করে তার সব হিট ছবি, বিখ্যাত ডায়লগ, হিট গান এবং আরও অনেক কিছু তুলে ধরা হয়েছে।

সবশেষে নতুন ছবি ‘ফ্যান’ এবং ‘রইস’ বিখ্যাত ডায়লগ দিয়ে শেষ হয়েছে ভিডিওটি। আর সেই স্যান্ড আর্টের মাধ্যমে শাহরুখের জীবনের এক ঝলক দেখালেন রাহুল আরিয়া।

Facebook Comments