আখতারুজ্জামান সেলিম
সে যে আমায় খবর দিলো
আজকে অনেক ফুল ফুটেছে;
বটতলা আর বই মেলাতে
হলুদিয়া হাট বসেছে।
কুঞ্জ বনের কোকিলেরা
ব্যাকুল স্বরে ডাক দিয়াছে।
শাহাবাগের পুষ্পদামে
গাদা ফুলের দর বেড়েছে।
কিন্তু আমি ব্যস্ত অনেক
হয়নি দেখা দিনের আলো
বন্দী পাখি আপন নীড়ে
তা দিতেছে পরের ডিমে।
আমি নাহয় একাই থাকি
বসন্তের এই প্রথম দিনে;
রং এর বাহার সবার মনে
শয্যা ঢাকুক গোলাপ ফুলে।