স্মৃতির ক্যানভাসে সুখ
আফরোজা হাসান
জীবন প্রতিনিয়ত করে চলছে ছোট গল্পের রচনা
স্মৃতির ক্যানভাসে আঁকছে সুখ-স্বপ্নের আল্পনা
আনন্দের ভিড়ে কিছু গল্প জুড়ে বেদনা
হতাশার আঁধারে ঢাকা কিছু গল্পের সম্ভাবনা
কিছু গল্প হাসায়, কিছু দিয়ে যায় কান্না
কষ্টের গুঞ্জনে কিছু গল্পে মিলে সুখের বাহানা
মাঝ দরিয়ায় কিছু গল্প খায় হাবুডুবু
উদ্ভাসিত হয় স্বমহিমায় যে গল্পটা ছিল নিভু নিভু
কিছু গল্প করে নিশ্চুপে প্রস্থান
কিছু শুনিয়ে যায় অক্লান্ত আশার গান
কোন কোন গল্প নিঃশব্দে দেয় প্রেরণা
কিছু গল্প জাগিয়ে যায় ঘুমন্ত চেতনা
কিছু গল্প সুখের তরে নিরন্তর সাধনার
কিছু গল্প শুধুই আন্তরিক ভক্তি ও আরাধনার
কিছু গল্প জুড়ে ক্ষত
কিছু গল্পে যুক্তিতর্ক, ভিন্ন মত
কোন কোন গল্প বয়ান করে নিরাশা
কিছু গল্প দিয়ে যায় গন্তব্যের দিশা
কিছু গল্প অসম্পূর্ণ, আধা
কিছু গল্প শুধুই গোলকধাঁধা
কিছু গল্প সুন্দর, সুবাসিত
কিছু গল্প কদার্যতায় প্রভাবিত
কিছু গল্প জুড়ে মিথ্যা-ছলনা, আত্নঅহংকার
কিছু গল্প উন্মুক্ত করে রুদ্ধ মনের দ্বার
জীবনের আঁকেবাঁকে শত সহস্র গল্পের বীজ
কিছু ফুলে, কিছু ফলে, কিছু আগাছায় রচিত হয় কাহিনী নিজ নিজ…
রচয়িতা- আফরোজা হাসান