নারী সংবাদ
রাজধানীর মতিঝিলে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বিকালে আরামবাগের ১২৪/১ নম্বর বাড়ির একটি রুম থেকে শরিফা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
মতিঝিল থানার এস আই জালাল জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর একটার মধ্যে যে কোনো সময় শরিফা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। লাশ উদ্ধারের সময় তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছু আলামতও জব্দ করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, নিহত শরিফার গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালী থানার কাউনিয়া গ্রামে। তিনি ঢাকায় গৃহপরিচারিকার কাজ করতেন। আরামবাগের ১২৪/১ নম্বর বাড়ির এক রুম ভাড়া নিয়ে স্বামী মনির হোসেন নয়নকে নিয়ে থাকতেন। শুক্রবার সকালে দাম্পত্য কলহের জের ধরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে স্বামী নয়ন পলাতক রয়েছেন। নয়ন পেশায় রিকশাচালক। তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। সুত্র:ইত্তেফাক।