banner

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 559 বার পঠিত

 

সোহেলের বটির কোপে স্কুল ছাত্রী নিহত


নারী সংবাদ


১৫ বছরের স্কুলছাত্রী শারমিন রাজধানীর ওয়ারীর গোপীবাগে বখাটের বটির কোপে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপীবাগ রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। এক বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বখাটে সোহেল শারমিনকে উত্ত্যক্ত করে আসছে। শারমিনের ঘাড়ে কোপ দেবার পর সোহেল পালানোর চেষ্টা করে। স্থানীয়রা সোহেলকে (২৫) ধরে
গনধোলাই দেয়।

ওয়ারীর থানার (এসআই) হারুন অর রশিদ জানান, ‘নিহত শারমিন পরিবারে সঙ্গে সূত্রাপুর কে এম দাস লেনে থাকত এবং সায়েদাবাদ কাজী আরিফ হাই স্কুলের দশম শ্রেনীর ছাত্রী ছিল। তার বাবার নাম মৃত আবদুর সাত্তার। গতকাল তার শেষ ক্লাস উপলক্ষে স্কুলে ক্লাস পার্টি করে কয়েক বান্ধবীসহ বাসায় ফিরছিল। পথিমধ্যে গোপীবাগ রেললাইন এলাকা দিয়ে যাওয়ার সময় ওই বখাটে শারমিনের ঘাড়ে বটি দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘাতক সোহেল ৬-৭ মাস ধরে শারমিনকে উত্ত্যক্ত করত। ঘটনাস্থল থেকে বটিটি জব্দ করা হয়েছে। হত্যাকান্ডের বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।’

সোহেলের বাসা সায়দাবাদ এলাকায়। শারমিনের স্কুলের পাশে একটি কাগজের খামের দোকানে কাজ করে। সোহেল বলে, ‘শারমিনের সাথে তার এক বছর ধরে সম্পর্ক ছিল। দুই পরিবার বিষয়টি জানতো। শারমিনের জন্য অনেক টাকা-পয়সাও খরচ হয়েছে। কিছুদিন ধরে শারমিন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। সেই জন্য তাকে দাও দিয়ে কুপিয়ে হত্যা করে।’

Facebook Comments