মেইক ইউরসেলফ
পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু সুন্দর কথার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান নিমিষেই করে ফেলেন। কথা বলার ধরনের সাথে কথা বলার কিছু কৌশলও রয়েছে।
১. পরিস্থিতি বুঝে কথা
বাহ্যিক সৌন্দর্যের মধ্যে ভাব প্রকাশের সৌন্দর্য হচ্ছে পরিস্থিতি বুঝে কথা বলা।
ফলে মানুষ অপর মানুষের অনুভূতির সাথে একাত্মতা অনুভব করে।
২. শান্তভাবে কথা বলুন
শান্তভাবে কথা বলতে দেখলে তাকে ফলো করতে পারেন। কেউ যদি অনেক সুন্দর করে উপস্থাপন করে তবে তাকে অনুসরণ করা যেতে পারে।
৩. অধিক কথা না বলা
আলোচনায় যোগ দিতে গেলে মনে রাখবেন অধিক কথা বলার দরকার নেই। মূল বিষয়টি নিয়ে কিছুক্ষণ চিন্তা করে কথা বলুন।
৪. ক্ষমা প্রার্থনা করুন
হুট করে কোন মন্তব্য করে বসলে সুন্দর ভাবে ক্ষমা চেয়ে নিন।
৫. অর্থহীন কথা পরিহার করুন
খুব ভালো মনের মানুষ, আবার দেখতেও সুন্দর কিন্তু অর্থহীন কথা পরিহার না করতে পারলে, তিনি ভাল কথা বললেও কেউই শুনতে আগ্রহী হবে না।
৬. মার্জিতস্বরে কথা বলা
মনে রাখুন, নিজের চেষ্টা এবং সামান্য কিছু নিয়ম মেনে চলায় যথেষ্ট। উপস্থাপন আরও চমকপ্রদ করতে মার্জিতস্বরে কথা বলা খুবই দরকার।
৭. শুধু নিজে কথা না বলা
শুধু নিজে কথা বলতে গিয়ে মূল বিষয় থেকে অনেকে সরে পড়ে। তা শ্রোতার কাছে অস্বস্তিকর। কারণ তারা তাদের মূল্যবান সময় গল্পে নষ্ট করতে চান না।
৮. কথা বলতে সুযোগ দিন
অন্যের কথার মাঝে কথা বলাটা অনেকেই পছন্দ করে না। সুতরাং কেউ কথা বললে তাকে বলার সুযোগ দিন।
৯. শ্রোতা বুঝার মত স্পষ্ট কথা বলুন
মূল বিষয় থেকে সরে পড়ে। তখন শ্রোতারা খুব বিরক্তবোধ করে। কারণ তারা তাদের মূল্যবান সময় গল্পে নষ্ট করতে চান না।
মুখের বুলি যদি হয় তিক্ত তাহলে জয়ের পরিবর্তে বিপর্যয়ই নেমে আসবে। যোগাযোগের অন্যতম মাধ্যম ‘কথা’, এবং বর্তমানে সফলতা অর্জনের একটি বড় হাতিয়ার। আর সুন্দর করে কথা বলা এক ধরনের আর্ট।