নারী সংবাদ
বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা পূর্বপাড়া গ্রামে যৌতুকের টাকা না পেয়ে গত বুধবার রাতে গৃহবধূ আজমিরা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী বুলবুল আহম্মেদ পলাতক রয়েছে। পুলিশ নিহতের শ্বশুর তোজাম হোসেন ও শাশুড়ি বুলবুলিকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের বনকুড়াইল গ্রামের আজমল হোসেনের মেয়ে আজমিরা খাতুনের সাথে দেড় বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা পূর্বপাড়া গ্রামের তোজাম হোসেনের ছেলে বুলবুল আহম্মেদের সাথে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে মাদকাসক্ত ভবঘুরে বুলবুল আহম্মেদ যৌতুকের টাকার জন্য মাঝে মধ্যেই তার স্ত্রীকে মানসিক ও শারীরিক নির্যাতন করত। গত কোরবানি ঈদের আগে আজমল হোসেন তার মেয়ের সুখের কথা চিন্তা করে গরু বিক্রি করে ৭০ হাজার টাকা জামাইকে দেন। সেই টাকা দিয়ে নেশা করতে করতে একপর্যায়ে ওই টাকা শেষ করে ফেলে আবারো টাকার দাবি করে। কিন্তু স্ত্রী আজমিরা আরো টাকা দিতে অস্বীকার করায় গত বুধবার রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে নিহতের বাবা আজমল হোসেন বাদি হয়ে শেরপুর থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুত্র: নয়াদিগন্ত