banner

মঙ্গলবার, ২০ মে ২০২৫ ইং, ,

পোস্টটি 849 বার পঠিত

 

শিশু ধর্ষণ ও আগুনে পুড়িয়ে হত্যা


নারী সংবাদ


ধর্ষণের পর আগুনে পুড়িয়ে শিশু আঁখি আক্তারকে হত্যার কথা স্বীকার করেছে তার খালু শাহাদাত হোসেনকে (৩৩) ।ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার দৌলতপুরের চকমিরপুরে।
গত ১৮ অক্টোবর আঁখিকে তার নানার বাড়ি সাটুরিয়া উপজেলার দিঘলিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে নিয়ে আসেন শাহাদাত। তবে সেখানে না নিয়ে আঁখিকে কৌশলে দৌলতপুরের চকমিরপুর এলাকায় নিয়ে যান ।দুই দিন ওই এলাকায় আঁখিকে রাখার পর ২০ অক্টোবর গভীর রাতে তাকে ধর্ষণ করে শাহাদাত। পরে প্রমাণ নষ্ট করার জন্য আঁখিকে গলাটিপে করে হত্যা করে পেট্রোল ঢেলে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়।

মানিকগঞ্জ জেলা পুলিশের ডিআইও-১ মুহম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত তথ্য জানানো হয়।

পুলিশের ঐ কর্মকর্তা জানান, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার ধামরাই থানার বারবারিয়া স্কেল এলাকা থেকে ২৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে শাহাদাতকে গ্রেফতার করে। এর আগে গত ২১ অক্টোবর এ ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে উপস্থিত করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

Facebook Comments