banner

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 170 বার পঠিত

শিশুর যত্ন

Babyঘনিয়ে আসছে শীতের মৌসুম। বিদয় নিচ্ছে বর্ষা। আবহাওয়া পনিবর্তনের এই সময়টাতে দেথা দেয় নানান অসুখ। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। শীতকালে যে কোনো সময় সর্দি, কাশি, ঠাণ্ডা, জ্বরের মতো নানা অসুখ-বিসুখ লেগেই থাকে। তাই এ সময়টাতে শিশুর বাড়তি যত্ন নিতে হয়। বাড়তি যত্ন নিলে শিশু থাকবে সুস্থ ও সুন্দর।

শীতের সময় শিশুকে ফুলাহাতা জামা ও পাজামা পড়াতে হয়। তবে এসময় খেয়াল রাখতে হবে, জামা কাপড় যেনো আটসাট না হয়। শীতের সময় শিশুদের পায়ে মোজা, জুতা, স্যান্ডেল আছে কিনা সব সময় খেয়াল রাখতে হবে।

 শিশুর জামা-কাপড় রোদে দিয়ে শুকাতে হবে।রোদে দেওয়া কাপড় পরালে শিশু আরাম পাবে।

 

Facebook Comments