banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 371 বার পঠিত

 

শিগগিরই উন্মুক্ত করা হবে স্টার সিনেপ্লেক্স

রাজধানীর জনপ্রিয় শপিংমলগুলোর একটি বসুন্ধরা সিটি। সম্প্রতি সেখানে অগ্নিকাণ্ডের পর থেকে সাময়িক বন্ধ রয়েছে দেশের অন্যতম প্রেক্ষাগৃহ ‘স্টার সিনেপ্লেক্স’। অগ্নিকাণ্ডের ফলে ২৬ আগস্ট এখানে দেশ-বিদেশের নতুন কোনো ছবি মুক্তি পায়নি। গত রোববার থেকে প্রদর্শিত হয়ািন কোনো ছবিও।

তবে শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্স-এর মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘শিগগিরই সিনেমা প্রদর্শনসহ স্টার সিনেপ্লেক্স চালু হবে। এর জন্য আরও এক সপ্তাহ সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘স্টার সিনেপ্লেক্সের সবগুলো হলই সুরক্ষিত রয়েছে। আগুনে না পুড়লেও ধোঁয়ার কারণে সার্বিক পরিবেশ কিছুটা বিপন্ন হয়েছে। সেটা সংস্কারে এখন খুব দ্রুত কাজ চলছে। শিগগিরই স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে এনে সিনেমা প্রদর্শনসহ যাবতীয় কার্যক্রম পুরোদমে চালু করতে পারব বলে আমরা আশা করছি।’

একই সাথে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকাল ১১টার দিকে বসুন্ধরা সিটির লেভেল ছয়ে আগুন লাগে। পরে প্রায় ২০ ঘণ্টার বেশি সময় ধরে অভিযানের পর পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

Facebook Comments