banner

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 358 বার পঠিত

 

লাল চা ত্বকের কী উপকার করে?

লাল চা স্বাস্থ্যের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের জন্যও ভালো। এতে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, যেমন—পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক রয়েছে, যা ত্বকের জন্য খুবই উপকারী।

লাল চা ত্বকের কী উপকার করে, তার একটি তালিকা প্রকাশ করেছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগ। চলুন, দেখে নিই সেগুলো কী।

কালচে দাগ দূর করে

লাল চা ত্বকের কালচে দাগ দূর করে। এটি ত্বকে প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। আর ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বকের সংক্রমণজাতীয় সমস্যারও সমাধান করে। চিনি ছাড়া লাল চা ঠান্ডা করে মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে মুখের কালচে দাগ অনেকটা দূর হবে।

বলিরেখা দূর করে

লাল চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন-সি ত্বককে নরম ও মসৃণ করে। এর ফলে ত্বকের শুষ্কতা অনেকটা দূর হয়, যা বলিরেখার প্রধান কারণ। নিয়মিত লাল চা ঠান্ডা করে মুখে লাগালে কোঁচকানো ভাব দূর হয়ে ত্বক হয় বলিরেখামুক্ত।

চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব কমায়

লাল চায়ের পানি চোখের চারপাশে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করলে চোখের নিচের কালো দাগ ও ফোলা ভাব কমে যায়। এ ছাড়া টি-ব্যাগ ঠান্ডা পানিতে ভিজিয়ে চোখের নিচে দিয়ে ১৫ মিনিট পর চোখ ধুয়ে ফেলুন। এটিও চোখের জন্য বেশ কার্যকর।

Facebook Comments