নারী সংবাদ
গতকাল বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সরকারি সিটি কলেজের উচ্চ মাধ্যমিক বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোমা বড়ুয়ার (১৮) মৃত্যবরণ করেন। সকালে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় শিক্ষার্থী সোমা। বাসযোগে কোতোয়ালির মোড়ে নেমে পার হচ্ছিল রাস্তা।
সকাল ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার মোড়ে কাভার্ড ভ্যানচাপায় সে প্রাণ হারায়। সোমা চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার বড়ুয়াপাড়ার রূপায়ণ বড়ুয়ার মেয়ে। পরিবারে তিন বোনের মধ্যে সবার ছোট সে। তাদের গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলায়।
মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, সোমার স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।
এ ঘটনায় পুলিশ কাভার্ড ভ্যানটি ও ঘাতক চালক জসিম উদ্দীনকে আটক করেছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক সজল দাশ সমকালকে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সোমার সহপাঠীরা বন্ধুকে হারিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। নগরে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধে আইন কার্যকর করতে মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রশাসনের কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। সুত্র ও ছবি :ইন্টারনেট।