banner

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 126 বার পঠিত

রান্নার আগুনে প্রাণ গেল বেদেনার

প্রতিনিধি,অপরাজিতাবিডি ডটকম
Kishoregonj_271891142
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অগ্নিদগ্ধে আহত নারী বেদেনা খাতুন (৭০) মারা গেছেন।

 

অগ্নিদগ্ধের সাত দিন পর শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মৃত বেদেনা খাতুন কিশোরগঞ্জ শহরের আলোর মেলা এলাকার বাসিন্দা বিশিষ্ট মুক্তিযোদ্ধা আক্কাছ আলীর স্ত্রী ও স্থানীয় সাংবাদিক মারুফ আহমেদের মা।

 

গত ২৩ ফেব্রুয়ারি রান্না ঘরে কাজ করতে গিয়ে গ্যাসের চুলার আগুনে অগ্নিদগ্ধ হয়ে তিনি গুরুতর হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/০১মার্চ২০৩৪ঘন্টা২০১৪

Facebook Comments