নারী সংবাদ
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় স্বামীর মারধরে শাহিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সকালে সেকশন-১ এর ডি-ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর টিনশেড বাড়ি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহিনার বাড়ি মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন কাউন্দিয়া এলাকায় এবং তার স্বামী নিরবের বাড়ি ভোলায়। ওই দম্পতির তিনটি সন্তান রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের স্বামী নিরব কবুতর বেচাকেনা করে। যৌতুকের জন্য সে শাহিনাকে প্রায়ই মারধর করত। যৌতুকের টাকা না পেয়ে নিরব এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
শাহআলী থানার এসআই খন্দকার মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে পারিবারিক বিষয় নিয়ে শাহিনা ও নিরবের মধ্যে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে নিরব স্ত্রী শাহিনাকে মারধর করে এবং গলায় তার পেঁচিয়ে ধরলে শাহিনা শ্বাসরোধে মারা যান। ঘটনার পর থেকেই নিরব পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের ভাই বাবু মিয়া বাদি হয়ে নিরবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।