অপরাজিতা ডেস্কঃ গত ১২ই মে ঢাকায় অনুষ্ঠিত হয় স্তন ক্যান্সার সচেতনতার প্রয়োজনীয়তা ও দিক-নির্দেশনা নিয়ে আয়োজিত এক সেমিনার। ‘মুন্সী আফজাল হোসেন ও সেলিমা খাতুন ফাউন্ডেশন’ এবং ‘এডওয়ার্ড এম কেনেডী সেন্টার’ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
ধানমন্ডিস্থ মাইডাস সেন্টারে অনুষ্ঠিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন শিশু ও মহিলা বিষয়ক সার্জন ও সার্জিক্যাল অনকোলজিস্ট ডাঃ তাসনিম আরা। তিনি বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশসহ সারা বিশ্বে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশ্বে নারীদের মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ স্তন ক্যান্সার। শতকরা ১২ জন নারী তাদের জীবদ্দশায় স্তন ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে। অনেক পরিবার ব্যয়বহুল চিকিত্সার কারণে অর্থনৈতিক ও মানসিকভাবে নিঃশেষিত হয়ে যাচ্ছে। বর্তমানে উন্নত বিশ্বে প্রতি ৮ নারীর মধ্যে ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপে পরবর্তী দশকে ক্যান্সার রোগীর সংখ্যা ১৪ মিলিয়ন থেকে ২২ মিলিয়নে দাঁড়াবে এবং প্রতি ৩ জনের ১ জন বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সঠিক কোন পরিসংখ্যান নেই। ক্রমেই বিভিন্ন হাসপাতাল ও সমাজে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্তন ক্যান্সার সম্বন্ধে ভয়, লজ্জা ও সামাজিক পরিবেশের কারণে অনেক রোগী শেষ পর্যায়ে ডাক্তারের শরণাপন্ন হন। তখন চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়ে এবং সফল চিকিত্সা দেয়া প্রায় অসম্ভব। অথচ প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা গেলে ৯০ শতাংশ রোগী সুস্থ জীবন-যাপন করতে পারে। সেমিনারে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা ও প্রচারের উপর গুরুত্ব দেয়া হয়।
Facebook Comments