অপরাজিতিবিডি ডটকম, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় তানিয়া নামের ১২ বছর বয়সী এক শিশু গৃহপরিচারিকার উপর গৃহকর্ত্রী কর্তৃক শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। কিন্তু পুলিশ বলছে মেয়েটির শরীরে নির্যাতনের কোনো চিহ্ন নেই। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নির্যাতন চালালে মেয়েটি সহ্য করতে না পেরে বাসা থেকে পালিয়ে গিয়ে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
উদ্ধারকারী স্বপন নামের এক যুবক জানান, কাদেরাবাদ হাউজিং এর ৩ নম্বর রোডের এক স্থানে অচেতন অবস্থায় পড়ে থাকে শিশু গৃহপরিচারিকা তানিয়া। পরে তাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে গেলে মেয়েটি ভয়ে আতঙ্কিত হয়ে বলতে শুরু করে “আমি ওই বাসায় আর কাজ করতে যাবনা, তারা আমাকে সব সময় অনেক মারধর করে।”
সূত্র আরো জানায়, মেয়েটি কাদেরাবাদ হাউজিংয়ের ১ নম্বর রোড়ের ৮ নম্বর বাড়িতে কাজ করতো। উদ্ধারের সময় মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বাসার গৃহকর্তী ও তার বুয়েটে পড়ুয়া ছোট ভাই শারীরিক নির্যাতন চালাতো বলে অভিযোগ করেছে নির্যাতিতা। মেয়েটির হাতে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় আরেক উদ্ধারকারী মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির পরিক্ষার্থী সজল জানান, মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধারের কিছুক্ষণ পর গৃহকর্ত্রী এসে মেয়েটির উপর জনসমুক্ষে হামলা চালায়। পরে এ ঘটনায় উপস্থিত লোকজন ক্ষেপে যায়। এ সময় মোহাম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজের মেয়েটিকে উদ্ধার করে গৃহকর্ত্রী ও তার স্বামীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
এ ঘটনায় মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘মেয়েটির নাম তানিয়া, তার শরীরে নির্যাতনের তেমন কোনো চিহ্ন নেই। মেয়েটি মূলত একটু এবনরমাল। সে ওই বাসার গৃহকর্মী। গৃহকর্ত্রী ও মেয়েটির গ্রামের বাড়ি একই এলাকায় এবং তারা উভয়েই দুসম্পর্কের আত্মীয় হয় বলে জানায় গৃহকর্ত্রী।’
মেয়েটির গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়।
অপরাজিতিবিডি ডটকম/আরএ/এ/০৩মে২০১৪