নারী সংবাদ
রাজধানীর বিজয় সরণি মোড়ে সড়ক দুর্ঘটনায় আক্তার জাহান রুমা (২৮) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত আক্তার জাহান চট্টগ্রামের হালিশর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আক্তারুজ্জামান। তিনি চট্টগ্রাম ওসমানীনগরে একটি চু হাসপাতালে কর্মরত ছিলেন।
জানা গেছে, রাজধানীর একটি চু হাসপাতালে পরীক্ষা দেয়ার জন্য চট্টগ্রাম থেকে এসেছিলেন আক্তার জাহান রুমা।
গতকাল সকালে মহাখালী থেকে সিএনজি অটোরিকশায় চড়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে সেটি রাস্তায় উল্টে পড়ে। এ ঘটনায় নারী চিকিৎসক আক্তার জাহান গুরুতর আহত হন। আশপাশের লোকজন এ সময় ওই নারী চিকিৎসককে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সিএনজি চালকও আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হসপিটালে চিকিৎসা দেয়া হয়েছে। সুত্র: নয়াদিগন্ত