banner

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 212 বার পঠিত

 

রমজানে রাসুল [সা.] ঘরোয়া কাজে স্ত্রীদের কি করতেন ?

আল্লামা ইবনে হাজার আসকালানি ইবনে হিব্বানের সূত্রে বলেন, আয়েশা বলেছেন- রাসুল নিজের কাপড় সেলাই করতেন। জুতা মেরামত ও সাংসারিক যাবতীয় কাজে অংশ নিতেন। (ফতহুল বারী-১৩/৭০)

রমজানে ঘরোয়া কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন রাসুল [সা.]

আল্লাহ কুরআনে বলেছেন, তরজমা : মুমিন নারী-মুমিন পুরুষ পরষ্পর বন্ধু। (সুরা তওবা-৭১) প্রেম-ভালোবাসা ও আন্তরিকতার আঁচল ধরেই বন্ধুত্বের সেতু রচনা হয়। বন্ধু একে অপরের প্রতি হৃদয়বান। পরষ্পরে থাকে সহযোগীতার মনোভাব। নারী-পুরুষের পারিবারিক জীবনে সহযোগিতার মনোভাব আরও অপরিহার্য। আজকের উত্তরাধুনিক যুগের মায়েরা সাংসারিক দায়িত্বের সঙ্গে সঙ্গে নানা সামাজিক ও অর্থনৈতিক কাজে অংশ নিচ্ছেন। সেই অংশ নেওয়াটা অর্থবহ করতে হলে সংসার পারস্পরিক সহযোগিতায় গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকেই তার স্বতন্ত্র স্বাধীন সত্ত্বার অধিকারী হয়ে বাঁচবে। তা না হয় সংসার ভেঙ্গে পড়বে।

বছর জুড়েই মায়েরা ঘর গোছায়, রান্না করে, খাবার পরিবেশন করে, ছেলেমেয়ের পড়াশোনা, খাবার, গোসল ও স্বাস্থ্যের যত্ন নেয়। মেয়েরা সবার আগে বিছানা ছাড়ে, ক্লান্ত শরীরে ঘুমঘরে যায় সবার পরে। সাংসারিক এসব কাজে আমাদের পুরুষদের সামান্যতম অংশ নেই। কারো বেলায় ব্যতিক্রম হতেই পারে। অথচ ইসলামের নবি মুহম্মদ সা.-এর জীবনের চিত্র দেখুন। বোখারি শরিফে আছে- তিনি বলেন, আমি আয়েশা রা.-কে জিজ্ঞেস করলামÑ রাসুল সা. ঘরে কী কাজ করতেন? প্রতি উত্তরে আয়েশা রা. বলেন, রাসুল সা. ঘরোয়া মানুষদের সেবায় নানা কাজে অংশ নিতেন। নামাজের সময় হলে বেরিয়ে যেতেন। ( হাদীস-৫০৪৮)

আল্লামা ইবনে হাজার আসকালানি ইবনে হিব্বানের সূত্রে বলেন, আয়েশা বলেছেন- রাসুল নিজের কাপড় সেলাই করতেন। জুতা মেরামত ও সাংসারিক যাবতীয় কাজে অংশ নিতেন। (ফতহুল বারী-১৩/৭০)

আমাদের সমাজের পুরুষদের আরও দায়িত্ব সচেতন ও সহযোগিতার মনোভাব হওয়া জরুরি। প্রয়োজনে ঘরের কাজে মায়েদের সহযোগিতা করা বিশেষ করে রোজার মাসে মেয়েরা সব দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে নানা স্বাদের ইফতার-সেহরি তৈরি করে। বিশাল ইফতার তৈরির আয়োজনে আমরাও অংশ নিই। কুরআন শরিফে বলা হয়েছে- তোমরা মঙ্গলময় কাজে প্রতিযোগিতা কর। (সুরা বাকারাহ, আয়াত-১৪৮) রোজাদারকে খাওয়ানো খাবার তৈরি, পরিবেশন সবই ইবাদত। সওয়াব অর্জনের বসন্তকাল রোজায় পারিবারিক কাজে সহযোগিতা করেও সওয়াবের পাল্লা ভারী করতে পারি আমরা। তবে মায়েদের কাজের ব্যাপারে সুরা আল ইমরান-এর ১৯৫ নং আয়াতে আল্লাহ বলে- আমি তোমাদের ডাকে সাড়া দিই। তোমাদের নারী-পুরুষের মঙ্গল কোনো কাজ বিনিময়হীন বিফল করি না। তোমরা একে অপরের সহযোগী।

মুফতি হুমায়ুন আইয়ুব
সিনিয়র বিভাগীয় প্রধান, দৈনিক আর্থনীতি

Facebook Comments