banner

রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 396 বার পঠিত

 

মেহাজাবীন এ বিখ্যাত ডিজাইনারদের পোশাক

আসছে ঈদ উপলক্ষে মেহাজাবীন নিয়ে এসেছে দেড়শ’র বেশি নতুন ডিজাইনের পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে এক্সক্লুসিভ শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, বাচ্চাদের ড্রেস, টপস, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট ইত্যাদি। এরই মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনার শপ হিসেবে আলাদা নাম কুড়িয়েছে মেহাজাবীন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা রুনা লায়লার ডিজাইন করা ড্রেস ‘সিগনেচার বাই রুনা লায়লা’ পাওয়া যাচ্ছে কেবল মেহাজাবীনেই। ভারতের বিখ্যাত ডিজাইনার মনিশ মালহোত্রা ও সব্যসাচীর ডিজাইন করা ড্রেসও পাওয়া যাচ্ছে মেহাজাবীন এ।

এছাড়া মেহাজাবীনের ব্রাইডাল, অলঙ্কার, কসমেটিক্স, জুতা, স্যান্ডেল ও এক্সেসরিজ কালেকশনও বৈচিত্র্যধর্মী। উল্লেখ্য, এই ঈদে কেউ যদি অন্য আট দশজনের চেয়ে অন্যরকমভাবে সাজাতে চান নিজেকে, তাহলে একবার ঢু মারতেই পারেন মেহেজাবীন এ! বনানী ১১নং রোড শাখা ও যমুনা ফিউচার পার্কের ডি ব্লক, নিচতলার শোরুম দুটিতে পাওয়া যাচ্ছে ড্রেসগুলো। মোবাইল: ০১৯৪১০৭৪৯৭২

Facebook Comments