৮০টিরও বেশি দেশের প্রতিযোগীদের হারিয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন মিস কলম্বিয়া পাউলিনা ভেগা। প্রথম রানার আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের নিয়া সানচেস। দ্বিতীয় রানার আপ হয়েছেন মিস ইউক্রেন দিয়ানা হারকুশা। রবিবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গ্রান্ড ফিনালের আয়োজন করা হয়।
কলম্বিয়ার বারানকিলার পাউলিনা (২২) বর্তমানে ব্যবসায় প্রশাসনে পড়ছেন। তিনি কিংবদন্তী শব্দসৈনিক গোস্তন ভেগার নাতনি।
মুকুট জেতার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে পাউলিনা বলেন, এ ধরনের বিশ্ব মঞ্চে এবারই প্রথম উঠলাম এবং এবারই শেষ। এখন কলম্বিয়ায় গিয়ে পড়াশোনায় মন দেব।
মুকুট জয়ের আগে তিনি চলতি সপ্তাহে বলেছিলেন, এতো বড় মঞ্চে নারীর প্রতিনিধিত্ব করতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। শুধু সৌন্দর্য ও গ্ল্যামারের প্রতি নারীর সচেতন হওয়া উচিত হয়, একই সঙ্গে পেশা, মেধা ও ব্যক্তিজীবনে পরিশ্রমের ব্যাপারেও সচেতনতা হওয়া উচিত।
সূত্র: ইয়াহু নিউজ।
Facebook Comments