banner

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 544 বার পঠিত

 

মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা


অন্যান্য


কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ওই ছাত্রের ঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের নাম সিদ্ধার্থ ভট্টাচার্য (১৩)। সে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের সমরেন্দ্রনাথ কেষ্ট ভট্টাচার্যের ছেলে এবং বালারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পড়াশুনার ব্যাপারে শাসন করায় মায়ের সাথে অভিমান করে নিজের ঘরে শাড়ি পেঁচিয়ে ফাঁস দেয় সিদ্ধার্থ। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ বালারহাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান,পরিবারের সদস্যদের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যায়। ঘরের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে পড়াশুনার ব্যাপারে শাসন করায় অভিমানে ছেলেটি আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সুত্রঃ নয়াদিগন্ত।

Facebook Comments