banner

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 129 বার পঠিত

মাধবপুরে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

অপরজিতাবিডি ডটকম, হবিগঞ্জ: জেলার মাধবপুর থানা পুলিশ গতকাল বিকালে ঘরের দরজা ভেঙে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পৌর সদরের শ্যামলীপাড়া এলাকার ডাক্তার ইকবালের মালিকানাধীন জান্নাত ভিলার নিচ তলার ভাড়াটিয়া পপুলার ওষুধ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ও ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার হরিপুর গ্রামের সাইফুল ইসলাম রেজা (৩৫) ও তার স্ত্রী নুরজাহান বেগম কথা (৩০) গত ৫ মাস যাবৎ ওই বাসায় ভাড়া থাকতেন।

দুপুর অবধি ওই দম্পতির বাসা বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ডাক্তার ইকবালের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে মেঝেতে পড়ে থাকা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।

থানার এসআই কামাল হোসেন জানান, তাদের শরীরের শিরায়  লাগানো কেনুলা পাওয়া গেছে। তাদের রুম থেকে কয়েকটি সিরিজ, বিষ জাতীয় কিছু ওষুধ উদ্ধার করা হয়। তাদের ডায়েরিতে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যাতে লেখা রয়েছে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই সিদ্ধান্ত একান্তই আমাদের।’

পুলিশের ধারণা কেনুলার মাধ্যমে শিরায় বিষ প্রয়োগ করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে তারা আত্মহত্যা করতে পারে। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।

অপরাজিতাবিডিডটকম/আরএ/১৭ফেব্রুয়ারি০৯১৫ঘন্টা২০১৪/এ

Facebook Comments