নারী সংবাদ
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি বাসায় ঢুকে জয়া মণ্ডল (১৫) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করেছে এক দুর্বৃত্ত। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় লোকজন হাবিব নামে ওই হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আহত স্কুলছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আহত জয়া মণ্ডল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী। তার বাবা গোপাল চন্দ্র মণ্ডল দুদকের সহকারী পরিদর্শক। তার মা-ও দুদকে চাকরি করেন। মতিঝিল এজিবি কলোনির ৭৯/৩ নম্বরে তাদের বাসা।
সূত্র জানায়, গতকাল বেলা ৩টায় বাসায় একাই ছিল জয়া। এ সময় হাবীব (৩০) নামে ওই যুবক বাসায় ঢুকে তার মাথায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় জয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
ওই যুবক কী কারণে এই ঘটনা ঘটিয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। আহতের পরিবারও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
সুত্রঃ নয়াদিগন্ত।