banner

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ইং, ,

পোস্টটি 93 বার পঠিত

 

ভারতে বাংলাদেশি নারী ধর্ষনের পর হত্যা:প্রতিবাদ উঠুক

 

ভারতের ব্যাঙ্গালুরুতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করা এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনা আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। এটি কেবল একটি অমানবিক ঘটনা নয়, বরং ন্যায়বিচার, মানবাধিকার, এবং নাগরিক নিরাপত্তার প্রতি চরম অবহেলার একটি উদাহরণ।
ভারত, যে দেশ নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে, সেখানে একজন বাংলাদেশি নারীকে এভাবে নির্যাতনের পর হত্যা করা অত্যন্ত নিন্দনীয়। বৈধভাবে বসবাসরত যেকোনো বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশের মৌলিক দায়িত্ব। কিন্তু এই ঘটনায় তা চরমভাবে ব্যর্থ হয়েছে।
নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং এই জঘন্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই। একইসঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানাই।
আমরা চাই, এ ধরনের অমানবিকতার পুনরাবৃত্তি বন্ধ হোক। মানুষের জীবনের নিরাপত্তা যেন কেবল কাগজে-কলমে না থেকে বাস্তবায়িত হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে আমরা কখনো নীরব থাকবো না।

Facebook Comments