banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 249 বার পঠিত

 

ভারতীয় কমিক বুকের সুপারহিরো এসিডদগ্ধা নারী

‘প্রিয়া’স শক্তি’ কমিক বুকটি ভারতের অন্যতম উদ্দীপ্ত রিয়ালিটি কমিক বুক হিসেবে ইতিহাস তৈরি করে যখন এটি ২০১৪ সালের জুন মাসে ভারতের প্রথম নারী সুপারহিরোকে উপস্থাপন করে। এখন এর দ্বিতীয় সংস্করণ, ‘প্রিয়া’স মিরর’ বের হতে যাচ্ছে, যেখানে কেন্দ্রীয় চরিত্র, প্রিয়া একজন এসিড হামলার শিকার নারী এবং এর বিরুদ্ধে সংগ্রাম করে তিনি টিকে আছেন।

৩৬ পৃষ্ঠার এই গ্রাফিক উপন্যাসের গল্পটি হচ্ছে প্রিয়াকে নিয়ে যিনি একজন গণধর্ষণের শিকার এবং পরবর্তীতে এসিড হামলার শিকার হন। এগুলো মোকাবেলা করেও তিনি বেঁচে থাকেন এবং পরবর্তীতে লড়াই করেন অপদেবতা ‘অহংকার’ এর সাথে। এই বইটি মোট পাঁচটি ভাষায় মুদ্রিত হবেঃ ইংরেজি, হিন্দি, পর্তুগীজ, স্প্যানিশ এবং ইতালিয়ান।

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভালে প্রিয়া’স মিরর প্রথম চালানো হবে এবং পরবর্তীতে মুম্বাই কমিক কনে এটি থাকবে।

Facebook Comments