বিয়ের পিঁড়িতে বসলেন সঙ্গীতশিল্পী কোনাল। পাত্র মনজুর কাদের জিয়া পেশায় একজন সাংবাদিক। তার সঙ্গেই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কিছুটা হঠাত করেই ঘরোয়া পরিবেশে বিয়ের পর্বটা সেরে ফেলেছেন কোনাল। এমনটাই জানিয়েছেন ফেসবুকে।
তিনি বলেছেন, ‘পরিবারের চাপের কারণে আজ সন্ধ্যায় আমাকে বাসায় দেখতে এসেছিল পাত্র। আর কথা বলতে এসে বড় কাজটাই হয়ে গেল। বিয়ে হয়ে গেল। খুব ছোট করে একটা আকদ হয়ে গেল। তবে এক শীতের সন্ধ্যায় খুব জমকালো ভাবে বিয়ের আয়োজন করা হবে। যাই হোক বন্ধুকেই বিয়ে করেছি। বন্ধু মনজুর তুমি জনমের জন্য আমার হয়ে গেলে’।