নারী সংবাদ
১৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মা শান্তা বেগম (১৯) ও শিশু সন্তান মো. বাবু (৬) মারা যান। জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলায় স্বামীর ওপর অভিমান করে বিষপানে ছয় মাসের শিশু সন্তানসহ শান্তা আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী এলাকার স্বামী মামুনুর রশীদের ওপর অভিমান করে শান্তা বেগম নিজে ও তার ছয় মাসের শিশু সন্তান বাবুসহ বিষপান করেন। পরে ঘটনাটি জানাজানি হলে দুপুরের দিকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মৃত্যু বিষয়টি নিশ্চিত করে জানান, শজিমেক হাসপাতালে আসার পর জরুরি বিভাগে কমর্ররত চিকিৎসক মা শান্তা বেগম ও শিশু সন্তান বাবুকে মৃত ঘোষণা করেন।