অনবরত বৃক্ষের গান
বিজয় আমার কাছে জ্ঞানের অমিয় সুধা,
আধাঁরের ভাজ কেটে যেন আলোর রেখা।
বিজয় আমার কাছে
নদীর ঢেউ বেয়ে বয়ে চলা
যে থামতে জানে না,
ছুটে যায় নিরবধি।
বিজয় আমার রাসূলের জীবনপটে আঁকা সুন্দর ছবি,
চাঁদের আলোয় মাখা
সুরভিত ফুল।
বিজয় আমার কাছে হাসিমাখা
মমতায় ভরা মুখ,
যে আলোয় গাঁধা যায়
অব্যক্ত সকল দুঃখ।
বিজয় আমায় কাছে কালির আঁচড়ে,
সত্যের গান গাওয়া
মনফুটে সব অকপটে ঝরঝর।
বিজয় আমার কাছে সহজ,চিরবাস্তব,মহানুভব
নেতৃত্বের দৃঢ়তায় ছুঁয়ে যাওয়া।
বিজয় আমার কাছে ধৈয্য,
ওহুদের পাহাড়,শৃঙ্খলা শত-সহস্র,কোটি ঝড়ে যা টলে না শান্ত, অমিশ্র।
বিজয় আমার কাছে বীরের জুলফিকার,
তেজী ঘোড়ায় ছুটে চলা।
বিজয় আমার কাছে বিনীত হৃদয়,রবের ভয়ে সিক্ত চোখ,
কোমলতায় মোড়া ক্ষমা।
বিজয় আমার কাছে পরম আরাধ্য,সুগভীরচাওয়া।
প্রভু সুদীর্ঘ করুন এ বিজয়, বসুন্ধরা থেকে নীল আসমান।
ইসলামিক স্টাডিজ,অনার্স ৩য় বর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়।