banner

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 436 বার পঠিত

 

বাসর রাতে স্বামী-স্ত্রী যে দোয়া করবেন

বিয়ের পরপর স্বামী তার স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে। আর মুসতাহাব হলো স্বামী-স্ত্রী উভয়ে একসঙ্গে দু’রাকাআত নামাজ আদায় করবে। নামাজ আদায়ের পর স্বামী ও স্ত্রী পরস্পরের জন্য দোয়া করবে। বাসর রাতে স্বামী-স্ত্রীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। স্বামী ও স্ত্রীর একসঙ্গে নামাজের পর হাদিসে একটি দোয়া রয়েছে, যা তুলে ধরা হলো-

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে, নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন মহিলা তার স্বামীর কাছে আসবে, তখন স্বামী দাঁড়াবে এবং তার পেছনে তার স্ত্রীও দাঁড়াবে এবং উভয়ে দু’রাকাআত নামাজ পড়বে। অতঃপর বলবে (দোয়া করবে)-

Doa-Inner

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারিক লি ফি আহলি, ওয়া বারিক লিআহলি ফি; আল্লাহুম্মার্‌যুক্বহুম মিন্নি, ওয়ারযুক্বনি মিনহুম; আল্লাহুম্মাঝ্‌মাআ’ বাইনানা মা ঝামাআ’তা ফি খাইরিন; ওয়া ফার্‌রিক্ব বাইনানা ইজা ফারাক্বতা ফি খাইরিন।’

অর্থ : ‘হে আল্লাহ! আমার পরিবারে আমার স্বার্থে বরকত দিন এবং আমার মাঝে পরিবারের স্বার্থে বরকত দিন। হে আল্লাহ! তাদের আমার পক্ষ থেকে রিজিক দান করুন এবং আমাকে তাদের পক্ষ থেকে রিজিক দান করুন। হে আল্লাহ! যে কল্যাণ আপনি জমা করেছেন, তা আপনি আমাদের মাঝে জমা করুন। আর যদি আপনি কল্যাণকে পৃথক করেন, তাহলে আমাদের মাঝে পৃথক করুন।’ (তাবারানি)।

পরিশেষে…
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নববিবাহিত নারী-পুরুষকেই বাসর রাতে দু’রাকাআত নামাজ আদায় করে আল্লাহর কাছে এ দোয়ার মাধ্যমে সুখী জীবন কামনা করার তাওফিক দান করুন। আমিন।

Facebook Comments