বাগেরহাট : বাগেরহাটে মধ্যবয়সী এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকালে শহরতলীর মুনিগঞ্জ সেতুর বাইপাশ সড়কের মাঝিডাঙ্গা এলাকার কবির মুন্সি (৩৫) নামের এক ধর্ষককে আটক করেছে পুলিশ।
গনধর্ষনের শিকার ওই নারীর ডাক্তারী পরীক্ষা বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
পুলিশ জানায়, চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের স্বামী পরিত্যক্তা (৩০) এক নারী বাড়ি ফেরার পথে সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদরের মুণিগঞ্জ সেতু এলাকায় পৌছালে কবিরসহ ৭/৮ জন বখাটে তাকে আটকে রাখে। পরে গভীর রাতে কবির ও তার সহযোগিরা তাকে গনধর্ষন করে। মঙ্গলবার সকালে ওই নারী কৌশলে পালিয়ে বাগেরহাট মডেল থানায় এসে এই গনধর্ষনের ঘটনা জানায়। পরে পুলিশ তাকে ডাক্তারী পরিক্ষার জন্য সদর হাসপাতালে পাঠায়।
বাগেরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আলী আজম খান জানান, এ ঘটনায় ধর্ষনের শিকার এক মহিলা বাদী হয়ে কবির ও আলম এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ কবির মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। সে মাঝিডাঙ্গা আশ্রায়ন প্রকল্পের মৃতঃ হামিদ মুন্সি’র ছেলে। এলাকাবাসি জানায়, মুনিগঞ্জ সেতু এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবীদের আনাগোনা বৃদ্ধি পায়। তবে সেখানে নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত হয় বখাটেরা।
অপরাজিতাবিডিডটকম/আরএ/এ/৩মার্চ২০১৪