অপরাজিতাবিডি ডটকম, বরিশাল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে নারীদের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বরিশাল-গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী আগৈলঝাড়া উপজেলার কদমবাড়ি এলাকায় পয়সারহাট নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বরিশাল, গোপালগঞ্জ, কোটালীপাড়া এলাকার ১৪টি দল নৌকা বাইচে অংশগ্রহণ করে। প্রতিবছর নারী দিবসে এখানে নৌকা বাইচের আয়োজন করে আসছে তরঙ্গ নামের স্থানীয় একটি বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা।
নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে পয়সারহাট নদীর পাড়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক কহিনুর ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন বাকাল ইউনিয়নের চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, আমেরিকার প্রতিনিধি লুচিয়া, স্থানীয় সমাজসেবক অনন্ত কুমার অধিকারী, আবুল বাশার হাওলাদার, মো. জয়নাল মিয়া, জগদীশ অধিকারী। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কর্মকর্তা সুভাষ সমাদ্দার। কহিনুর ইয়াসমিন বলেন, ‘পুরুষের চেয়ে নারীরা এখন আর পিছিয়ে নেই।’
তিনি বলেন, ‘আমরা নারীরা আর পিছিয়ে থাকতে চাই না, চাই নারী-পুরুষের সমঅধিকার। এ অধিকার আদায়ের অংশ হিসেবেই আমরা নারীদের নৌকা বাইচের আয়োজন করেছি।’
নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করেছে ঊষা অধিকারীর গোলাপ দল, দ্বিতীয় স্থান অধিকার করেছে ফুলমালা রায়ের বেলী দল, তৃতীয় স্থান অধিকার করেছে সরস্বতী জয়ধরের জুঁই দল।
অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪