banner

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ইং, ,

পোস্টটি 126 বার পঠিত

বখাটেদের উত্ত্যক্তে নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা : আহত ২

attohotta

 

অপরাজিতাবিডি ডটকম, নওগাঁ : উত্ত্যক্তের জের ধরে নওগাঁর সদর উপজেলার আনজুমান আরা নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তাছাড়া রানীনগর উপজেলায় বখাটেদের হামলায় আহত ২ স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আনজুমান আরা সদর উপজেলার বলিহার ইউনিয়নের চকপাকুরিয়া গ্রামের বাসিন্দা। সে স্থানীয় মৈনম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।

 

এদিকে পুলিশ ও গ্রামবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই স্কুলে যাওয়ার পথে একই গ্রামের সুমন মল্লিক ও তার বন্ধু রাজ্জাকসহ বেশ কয়েকজন আনজুমান আরাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তাদের উৎপাতে একপর্যায়ে ওই ছাত্রী স্কুলে যাতায়াত বন্ধ করে দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়। সম্প্রতি আসামিরা জামিনে ছাড়া পেয়ে আরো বেপেরোয়া হয়ে উঠেন। গত বুধবার তারা ওই ছাত্রীর বাড়িতে গিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এরপর লজ্জা, ক্ষোভ ও অভিমানে বৃহস্পতিবার রাতে ওই স্কুলছাত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আজ শুক্রবার ওই ছাত্রীর বাবা আজিজুল মল্লিক ৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

অন্যদিকে রানীনগর উপজেলার কামতা গ্রামে ৭ম শ্রেণীতে পড়–য়া দুই ছাত্রীকে একই গ্রামের মিলন (২২), রাব্বি (২৩), নাছির (২০) এবং সাগর (২৫) নামে ৪ বখাটে যুবক প্রতিদিনই স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। বিষয়টি অভিভাবকদের জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তারা ওই দুই ছাত্রীকে মোটরসাইকেলে চাপা দিয়ে মাটিতে ফেলে বেদম মারধর করে। একপর্যায়ে বখাটেরা তাদের শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এলাকাবাসী আহত অবস্থায় ওই দুই ছাত্রীকে উদ্ধার করে আদমদিঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, এ ঘটনায় আজ শুক্রবার চয়েন উদ্দিন প্রামাণিক নামে একজন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেফতার করা যায়নি। তাদের গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

 

অপরাজিতাবিডিডটকম/আরআই/এ/১৮ফেব্রুয়ারি২০১৪

Facebook Comments